লালমনিরহাটে বাসচাপায় নিহত ৩

প্রকাশিত: ০৩-০৬-২০২৩ ১৩:৪০

আপডেট: ০৩-০৬-২০২৩ ১৩:৪০

লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটের কালীগঞ্জে বাস চাপায় সিএনজি চালিতো অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। 

গতকাল (শুক্রবার) রাত ১০ টার দিকে কালীগঞ্জ উপজেলার কাকিনা কাছারিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, পাটগ্রাম উপজেলার রহমত পাড়া বেলতলী এলাকার আব্দুল গফুরের ছেলে রফিকুল ইসলাম (৪০), আতিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৮) এবং রংপুরের  দর্শনা মোড় এলাকার মুন্নি বেগম (৬০)। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, ঐ এলাকায় একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দুজন মারা যান।   

Laiza/sat