মেহেরপুরে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ০৩-০৬-২০২৩ ১৩:৪৫

আপডেট: ০৩-০৬-২০২৩ ১৩:৪৫

মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুরে চিকিৎসক ও নার্সদের অবহেলায় গর্ভাবস্থায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (দোসরা জুন) রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। রোগীর স্বজনরা জানান, বৃহষ্পতিবার (পহেলা জুন) ভোরে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন রিতা খাতুন। 

শুক্রবার (দোসরা জুন) বিকেল থেকে শারীরিক অবস্থার অবনতি হলেও চিকিৎসকেরা কোন ব্যবস্থা নেননি। দ্রুত তারা হাসপাতালের পাশের একটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফি করে জানতে পারেন শিশুটি মারা গেছে। 

এ ঘটনায় রোগীর স্বজন ও হাসপাতালের নার্সদের মধ্যে বাকবিতন্ডতা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্টাফরা তাদের একটি কক্ষে নিয়ে মারধর করে গেটে তালা লাগিয়ে দেন বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল তাদের উদ্ধার করে। 

এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়েছেন হাসপাতালের কর্তৃপক্ষ। কেউ দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়। 

lamia/sat