পিএসজিতে মেসির বিদায়ী ম্যাচ আজ ?

প্রকাশিত: ০৩-০৬-২০২৩ ১৪:০৬

আপডেট: ০৩-০৬-২০২৩ ১৪:০৬

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে ফ্রান্সের ক্লাব(প্যারিস জায়ান্টস ক্লাব) পিএসজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। তবে প্যারিসের ক্লাবটির হয়ে যত সময় গড়িয়েছে ততই তিক্ততা বেড়েছে আর্জেন্টাইন মহাতারকার। তারমধ্যে অনুমোদনহীন সৌদি সফরে গিয়ে ক্লাবের নিষেধাজ্ঞার মুখেও পড়েছিলেন। সব মিলিয়ে ফরাসি ক্লাবটিতে মেসির আর যেন থাকা হচ্ছেনা, এটি অনেকটা আঁচ করে ফেলেছিলেন মেসি ভক্তরা।

পিএসজির সঙ্গে চুক্তিটা আগামী ৩০ জুন পর্যন্ত থাকলেও তারও আগে মেসি অধ্যায় শেষ হচ্ছে। আসছে সপ্তাহেই চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামছে পিএসজি। তাই এই ম্যাচটিই পিএসজির হয়ে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মেসির বিদায়ী ম্যাচ। এমনটাই নিশ্চিত করেছেন পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়ের। 

গেল বৃহস্পতিবার এক বিবৃতিতে মেসির ক্লাব ছাড়ার খবর নিশ্চিত করে পিএসজি কোচ বলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লারমন্তের বিপক্ষে পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিতব্য ম্যাচটিই হতে যাচ্ছে লিওর (মেসির) শেষ ম্যাচ।’মৌসুমের  শেষ ম্যাচে আগামী শনিবার (৩ই জুন)দিবাগত রাতে মাঠে নামছে পিএসজি।

Mustafiz/sat