নিজস্ব প্রতিবেদক: চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা ও কর্মসংস্থানের বিষয়ে প্রস্তাবিত বাজেটে দিকনিদের্শনা নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর প্রশংসা করলেও বরাদ্দের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ মির্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, কিভাবে মূল্যস্ফীতি কমানো হবে, তা নিয়ে কোন দিক নির্দেশনা নেই বাজেটে।
আজ শনিবার (সকালে) রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় এসব কথা বলেন তিনি।এসময় অর্থনীতিবিদ সালেহ আহমেদ বলেন, বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান সৃষ্টি ও মজুরি বাড়ানোর মতো বিষয়গুলো। যে ব্যাপারে বাজেটে প্রয়োজনীয় পদক্ষেপ নেই। অগ্রাধিকারের বিষয়গুলোনির্ধারণ করা হয়নি বলেওমনে করেন তিনি।
Mukta/sat