ঢাকা জেলা আ.লীগ কার্যালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৩-০৬-২০২৩ ১৬:৪৬

আপডেট: ০৩-০৬-২০২৩ ১৮:৩২

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ শনিবার (তেসরা জুন) বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার ট্রাক স্ট্যান্ডের উত্তর পাশে অবস্থিত নবনির্মিত এ কার্যালয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহেমদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। 

এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বড় শো-ডাউনের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ। 

এরআগে শুক্রবার বিকেলে ক্ষমতাসীন দল ও সরকারের উচ্চপর্যায়ের নেতারা কার্যালয়টি পরিদর্শন করেন।

 

rocky/shimul