ক্রীড়া ডেস্ক: পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে তিনি প্যারিসের ক্লাবটি ছাড়ার ঘোষণা দেন।
রামোস লিখেছেন, ‘আগামীকালের দিনটি আমার জন্য বিশেষ। কাল আমি জীবনের আরেকটি অধ্যায়কে বিদায় জানাব। বিদায় বলব পিএসজিকে।'
আজ রাতে ক্লেরমঁ ফুতের বিপক্ষে ম্যাচটিই হবে পিএসজির জার্সিতে তাঁর শেষ ম্যাচ। পিএসজির পক্ষ থেকে এই তারকাকে আজ বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে।
পিএসজির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ক্লাবটি লিখেছে, ‘একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে পিএসজির হয়ে র্যামোসকে লড়তে দেখাটা ক্লাবের জন্য আনন্দের ছিল। ক্যারিয়ারের বাকি সময়ের জন্য তাঁকে শুভকামনা।’
দুই মৌসুম আগে রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে নাম লেখান রামোস। প্রথম মৌসুম তার বেঞ্চেই কেটেছে। যে কারণে এবারের মৌসুমের শুরুতেই তাকে নিয়ে নানা খবর বাতাসে ভাসছে থাকে। তবে দ্বিতীয় মৌসুমে প্যারিসের হয়ে খেলেছেন বেশকিছু ম্যাচ। যদিও পিএসজি তার পারফর্মে খুব এটা খুশি ছিল না। তবে গত প্রায় দুই বছর ধরে পিএসজিতে ছিলেন র্যামোস। কিন্তু এবার এই তারকা জানালেন ফরাসি ক্লাবটির সাথে তার পথচলা এখানেই শেষ হচ্ছে।
এদিকে, স্প্যানিশ তারকা জানিয়েছেন নতুন চ্যালেঞ্জের জন্য প্র¯তুত তিনি। যদিও সেই চ্যালেঞ্জ কী তা নিশ্চিত করেননি। তবে সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, এরই মধ্যে সৌদি আরবের ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন রামোস।
rocky/shimul