নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কিভাবে অর্জিত হবে, সেই নির্দেশনা নেই বলে মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বাস্তবভিত্তিক রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। এদিকে, বেসরকারি গবেষণা সংস্থা ‘উন্নয়ন সমন্বয়’ বলছে, কিছু পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করলে মূল্যস্ফীতি কমবে। অন্যদিকে,মূল্যস্ফীতি নিয়ে সতর্ক পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী। আজ শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা উঠে আসে।
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে শনিবার মতিঝিলে ফেডারেশন ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআিই। আসছে বাজেটে জ্বালানি খাতকে গুরুত্ব দেয়া জরুরি বলে মনে করেন সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন।
এদিকে, রাজধানীর বাংলামোটরের কার্যালয়ে বাজেট নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিষ্ঠানের সভাপতি অর্থনীতিবিদ আতিউর রহমান বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য ও জনকল্যাণমুখী। তবে মূল্যস্ফীতি কমিয়ে আনার বিষয়ে মনোযোগ দিতে হবে।
এদিকে, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিরাজধানীতে নিজেদের কার্যালয়ে শনিবার বাজেট পরবর্তী আলোচনার আয়োজন করে। এতে অংশ নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মূল্যস্ফীতিকে ঘিরে অস্থিতিশীলতার চেষ্টা চলছে।তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
সরকার ভর্তুকি থেকে ধীরে ধীরে সরে আসার সিদ্ধান্ত নিলেও কৃষিতে ভর্তুকি অব্যাহত থাকবে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।
Nijhum/shimul