বিনোদন ডেস্ক: মুক্তির আগেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে প্রভাস অভিনীত ছবি ‘আদিপুরুষ’। আগামী ১৬ই জুন মুক্তি পেতে যাওয়া এই ছবি ইতোমধ্যেই ৫৬২ কোটি টাকা আয় করেছে।
ভারতীয় পত্রিকা সূত্রে জানা গেছে, ‘আদিপুরুষ’ ছবি তৈরিতে খরচ হয়েছে ৫০০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬০০ কোটি টাকা। আর এই মেগা বাজেটের ছবিটি এখনই ৪৩২ কোটি রুপি আয় করে ফেলেছে, যা বাংলাদেশি মুদ্রায় ৫৬২ কোটি টাকা।
এরমধ্যে আছে নন-থিয়েট্রিকাল সোর্স, স্যাটেলাইট রাইটস, মিউজিক রাইটস, ডিজিটাল রাইটসসহ আরও অনেক কিছু। ছবিটি শুধু তেলেগু থিয়েট্রিকাল রাইটস বিক্রি করে ১৮৫ কোটি রুপি আয় করেছে।
‘আদিপুরুষ’ হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, আর মালায়লাম ভাষায় মুক্তি পাবে। অন্যান্য ভাষার থিয়েট্রিকাল রাইটস থেকে আরও অর্থ নির্মাতারা আয় করবেন, তা বলার অপেক্ষা রাখে না।
‘আদিপুরুষ’ ছবিটি মহাকাব্য ‘রামায়ণ’-এর অবলম্বনে নির্মিত। রামের চরিত্রে প্রভাস আছেন এবং দেবী জানকির ভূমিকায় কৃতি শ্যানন। এছাড়া সাইফ আলী খান এ ছবিতে লঙ্কাপতি রাবণের চরিত্রে অভিনয় করেছেন। আর লক্ষণের ভূমিকায় আছেন সানি সিং।
ওম রাউত পরিচালিত ছবিটি ১৬ই জুন মুক্তি পাবে বিশ্বব্যাপী।
rocky/shimul