মিশর সীমান্তে ৩ ইসরায়েলি সেনা নিহত

প্রকাশিত: ০৩-০৬-২০২৩ ২০:৫৬

আপডেট: ০৩-০৬-২০২৩ ২০:৫৬

আন্তর্জাতিক ডেস্ক: মিশর সীমান্তের কাছে বন্দুক হামলায় তিন ইসরাইলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। স্থানীয় সময় শনিবার সকালে নেগেভ মরুভূমির মাউন্ট সাগি এলাকায় এ ঘটনা ঘটে। 

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার সকালে একজন পুরুষ ও মহিলা সৈন্যকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনার পর ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। এসময় অভিযুক্ত হামলাকারীকে ঘিরে ফেলা হয়। এসময় দু’পক্ষের গুলি বিনিময়ের সময় নিহত হন আরও একজন ইসরাইলি সেনা। 

এ ঘটনায় আহত হয়েছেন ইসরাইলি সামরিক বাহিনীর আরও কয়েকজন সদস্য। এছাড়া গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী।

উল্লে­খ্য, এই ঘটনার আগে শুক্রবার রাতে সীমান্তে একটি মাদকবিরোধী অভিযান চালায় ইসরাইল বাহিনী। এর কয়েক ঘন্টা পরই হামলার ঘটনা ঘটে।

rocky/shimul