আন্তর্জাতিক ডেস্ক: মিশর সীমান্তের কাছে বন্দুক হামলায় তিন ইসরাইলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। স্থানীয় সময় শনিবার সকালে নেগেভ মরুভূমির মাউন্ট সাগি এলাকায় এ ঘটনা ঘটে।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার সকালে একজন পুরুষ ও মহিলা সৈন্যকে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনার পর ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। এসময় অভিযুক্ত হামলাকারীকে ঘিরে ফেলা হয়। এসময় দু’পক্ষের গুলি বিনিময়ের সময় নিহত হন আরও একজন ইসরাইলি সেনা।
এ ঘটনায় আহত হয়েছেন ইসরাইলি সামরিক বাহিনীর আরও কয়েকজন সদস্য। এছাড়া গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী।
উল্লেখ্য, এই ঘটনার আগে শুক্রবার রাতে সীমান্তে একটি মাদকবিরোধী অভিযান চালায় ইসরাইল বাহিনী। এর কয়েক ঘন্টা পরই হামলার ঘটনা ঘটে।
rocky/shimul