সাতক্ষীরায় অপহৃত স্কুলছাত্রী একমাস পর উদ্ধার

প্রকাশিত: ০৩-০৬-২০২৩ ২২:১৬

আপডেট: ০৩-০৬-২০২৩ ২২:১৬

সাতক্ষীরা সংবাদদাতা: এক মাস আগে সাতক্ষীরা হতে অপহরণের শিকার এক কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। গতকাল শুক্রবার (দোসরা জুন) রাত ৮টায় যাত্রাবাড়ি থানার কাজীরগাঁও এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার যুবকের নাম মুন্না (২৪)। সে যাত্রাবাড়ীর জাহাঙ্গীর আলমের ছেলে। 

আজ শনিবার সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, গত ২৯শে এপ্রিল সাতক্ষীরার সংগ্রাম হাসপাতালের সামনে থেকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করে মুন্না। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। অপহরণের ১০ দিন পর ওই কিশোরী কৌশলে পরিবারকে ফোন দেয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একটি দল তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় এবং অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক তারেক বিন আজিজ।

 

rocky/shimul