'দেশকে ধ্বংস করতে মাঠে নেমেছে বিএনপি'

প্রকাশিত: ০৩-০৬-২০২৩ ২২:২৬

আপডেট: ০৩-০৬-২০২৩ ২২:২৬

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বাংলাদেশকে ধ্বংস করার জন্য বিএনপি-জামাতসহ আরও কিছু দল মাঠে নেমেছে। তাদের লক্ষ্য এখন শেখ হাসিনাকে সরানো। আজ শনিবার (তেসরা জুন) বিকেলে  সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, বাংলাদেশ এখন পৃথিবীর বুকে মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে। এটা তারা সহ্য করতে পারছেনা। আর এ কাজে সবচেয়ে বড় বাঁধা হিসেবে তারা দেখছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। শামীম ওসমান বলেন, আগামী নির্বাচনতো দূরের কথা; এরপরের নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসবে না।  

সভায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, বাংলাদেশ শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টারসহ আরও অনেকে।

 

AR/shimul