ক্রীড়া ডেস্ক: পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলতে প্রস্তুত লিওনেল মেসি। পার্ক দেস প্রিন্সেসে ক্লেরমন্ট ফুটের বিরুদ্ধেই আর্জেন্টাইন ফুটবল জাদুকর খেলবেন পিএসজির হয়ে তার শেষ ম্যাচ। এই ম্যাচ শেষেই তার পিএসজি ভক্তদের শেষ বারের মত বিদায় জানাবেন লিওলে মেসি।
শনিবার পিএসজি তাদের টুইটার হ্যান্ডেলে পিএসজি’র হয়ে মেসির সকল অবদান ও কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়ে একটি বিদায়ী ভিডিও প্রকাশ করে।
ইএসপিএন এর সাথে এক সাক্ষাৎকারে মেসি জানান, "পিএসজির প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত, আমি সত্যিই এই দলে এমন ভাল খেলোয়ারদের সাথে খেলা উপভোগ করেছি। আমি প্যারিসে একটি দুর্দান্ত অভিজ্ঞতার জন্য ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই।" একেবারে হৃদয়গ্রাহী বক্তব্য না হলেও বিদায় জানিয়েছেন তিনি তার মত করে।
মেসির পরবর্তী ক্লাব নিয়ে জল্পনা তুঙ্গে, সৌদি প্রো লিগের দল আল-হিলাল বিশ্বকাপ বিজয়ী এই ফরোয়ার্ডের সাথে চুক্তি করার একদম কাছাকাছি বলে মনে করা হচ্ছে।
Prottay/prabir