সিলেট সংবাদদাতা: পিঁয়াজ আমদানি শুরু হলে পিয়াজের দাম ৪০-৫০ টাকার ভেতরে চলে আসবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনসী।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় চা দিবস নিয়ে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলন বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, দুর্যোগ কাটিয়ে দেশের চা শিল্প ক্রমশ এগিয়ে যাচ্ছে। তিনি জানান শুধু সিলেট বিভাগ নয় এখন পঞ্চগড় ছাড়াও নীলফামারী ঠাকুরগাঁও সহ উত্তরাঅঞ্চলে দেশের চাহিদার ১৮ শতাংশ চা উৎপাদিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সহ চা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Prottay/prabir