চট্টগ্রামে হৃদরোগের চিকিৎসা উন্নত করার তাগিদ

প্রকাশিত: ০৪-০৬-২০২৩ ০২:০৮

আপডেট: ০৪-০৬-২০২৩ ০২:০৮

চট্টগ্রাম সংবাদদাতা: দেশের বাইরে বা ঢাকায় যেন রোগীকে নিয়ে যেতে না হয় সে কারণে চট্টগ্রামেই হৃদরোগের সম্পূর্ণ ও আধুনিক চিকিৎসা করার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। 

শনিবার বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে হৃদরোগ বিভাগে নবনির্মিত ক্যাথল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, চট্টগ্রামে হৃদরোগের সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা করতে হবে যেন কোন রোগীকে ঢাকা মুখী হতে না হয়। 

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হাসপাতাল পরিচালনা কমিটির সহ সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা: আবু তারেক ইকবাল সহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

 

Prottay/prabir