কিশোরগঞ্জে সেতু আছে সড়ক নেই

প্রকাশিত: ০৪-০৬-২০২৩ ০৮:৪৩

আপডেট: ০৪-০৬-২০২৩ ০৯:১৬

কিশোরগঞ্জ সংবাদদাতা: সংযোগ সড়ক নাই, তাই ১৩ কোটি টাকায় বানানো কিশোরগঞ্জের একটি সেতু মানুষের কাজে আসছে না। ভূমি অধিগ্রহণ জটিলতায় সেতুর একপাশে এখনো সংযোগ সড়ক নির্মিত হয়নি। ৪০ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে দুই জেলার মানুষকে।

কিশোরগঞ্জের তাড়াইল ও নেত্রকোনার মদন উপজেলার সাথে যোগাযোগ সহজ করতে ২০১৭-১৮ অর্থবছরে বহ্নি নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ১৩ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৪০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে মাস ছয়েক আগে। 

তবে মদন উপজেলার ফতেহপুর প্রান্তে সংযোগসড়ক হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় তাড়াইল উপজেলার ধলা প্রান্তে মাটি ভরাট কাজ বন্ধ রয়েছে। ফলে চালু হচ্ছে না সেতুটি। এতে অতিরিক্ত পথ পাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে দুই জেলার শতশত মানুষকে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.আমিরুল ইসলাম জানালেন, ভূমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। দ্রুতই সংযোগ সড়কের কাজ শুরু হবে।

কৃষি প্রধান এই দুই জেলার মানুষের যাতায়াত সহজ করতে দ্রুত সেতুটি চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

 

Prottay/Bodiar