নিজস্ব প্রতিবেদক: গরমের তীব্রতা থেকে শিগগিরই মুক্তি মিলছে না দেশের মানুষের। চার জেলায় তীব্র ও অন্যান্য স্থানে মাঝারি তাপপ্রবাহ চলছে। আগামী ১২ই জুন পর্যন্ত তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন অতীষ্ঠ হয়ে উঠেছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যেতে পরামর্শ দিয়েছে।
রাজধানী ঢাকাসহ রাজশাহী, নওগাঁ, নীলফামারী ও দিনাজপুর জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া অন্যান্য জেলায়ও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গ্রীষ্মের খরতাপে হাসফাঁস করছে দেশের মানুষ, প্রাণীকূল।
তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং। ঢাকাসহ সারাদেশেই দিনে রাতে মিলে কতবার যে বিদ্যুৎ যায় তার হিসেব ধরে রাখাও মুশকিল গ্রাহকদের। এমন পরিস্থিতি থেকে মুক্তি কবে মিলবে তার উত্তরও নেই কর্তৃপক্ষের কাছে। গরমের তীব্রতার সাথে বিদ্যুৎ না থাকা- মানুষের ভোগান্তির মাত্রা বাড়িয়েছে।
এমন গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধেরও দাবি উঠেছে শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে। তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করে আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরে বাইরে বের না হওয়ার পরামর্শ তাদের।
২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে তা গরমের তীব্রতা কমাতে পারবে না বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
FM/Bodiar