নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সাথে বৈঠক করেছে বিএনপি’র একটি প্রতিনিধি দল।
আজ (রোববার) সকালে দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়। এতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
ঘণ্টাব্যাপী বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়।
পরে সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচন নিয়ে বিদেশিরা উদ্বিগ্ন। তারই ধারবাহিকতায় সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি’র কাছে জানতে চান জাপানি রাষ্ট্রদূত।
Sumyia/Bodiar