ক্রীড়া ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে আজ (রোববার) থেকে শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। প্রাথমিকভাবে ৩০ জন খেলোয়াড় নিয়ে চলবে এই অনুশীলন। আজ সন্ধ্যায় জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খানের কাছে খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে।
জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের অনুশীলন ক্যাম্প চলবে আগামী ১১ইজুন পর্যন্ত। এরপর সাফের প্রস্তুতি হিসেবে কম্বোডিয়া জাতীয় দলের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে সেখানে যাবে বাংলাদেশ দল। এরপর সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে ভারতে যাবে ফুটবলাররা।
ভারতের ব্যাঙ্গালুরুতে আগামী ২১শে জুন থেকে শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে ‘বি’ গ্র“পে।
SMS/Bodiar