‘জনগণের অস্বস্তির প্রতিফলন নেই বাজেটে’

প্রকাশিত: ১৮-০৬-২০২৩ ২০:৫২

আপডেট: ১৮-০৬-২০২৩ ২১:০৬

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত বাজেট আমলাতান্ত্রিক ও বাস্তবায়ন অযোগ্য বলে আবারও মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো ড. দেবোপ্রিয় ভট্টাচার্য। নির্বাচনী বছরে এমন বাজেট হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, সরকার যে বাজেট দিয়েছে তা বাস্তবায়নের পরিকল্পনাও আছে। বাজেটকে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান তিনি। 

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি এই সংলাপের আয়োজন করে। এতে অংশ নেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

এসময় সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রস্তাবিত বাজেটে বর্তমানের চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা নেই। অত্যধিক মূল্যস্ফীতিতে জনগণের অস্বস্তির প্রতিফলনও নেই।

রাজনীতিকরা বলেন, দেশে সুশাসন নেই বলেই সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে।

তবে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় সামাজিক নিরাপত্তার বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে। 

শুধু সমালোচনা না করে দেশের অগ্রযাত্রায় পাশে থাকার আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

 

BRS/sat