নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সফিউদ্দীন শিল্পালয়ে শুরু হয়েছে চিত্রশিল্পী লুবনা হাবিবের একক চিত্র-প্রদর্শনী।
শুক্রবার বিকেলে ৪৯টি ছবি নিয়ে এই প্রদর্শনী শুরু হয়েছে। এটি শিল্পীর দ্বিতীয় একক চিত্র-প্রদর্শনী। শিল্পী জানান, প্রকৃতি তাঁর কাজের অপরিহার্য্য অংশ। তাঁর ছবিতে প্রকৃতি ও প্রেমই বেশি ফুটে উঠে এসেছে। প্রদর্শনী চলবে ১১ জুলাই পর্যন্ত।
শিল্পগুরু সফিউদ্দীনের নামে করা রাজধানীর ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে শুরু হয়েছে ৫ দিনব্যাপী চিত্রশিল্পী লুবনা হাবিবের একক চিত্র-প্রদর্শনী।
এক্রেলিক ও তেল রংয়ে আঁকা ৪৯টি ছবি নিয়ে এই প্রদর্শনীটি শুরু হয়েছে। প্রতিটি ছবিতে নানান রংয়ের ব্যবহার। শিল্পী লুবনা হাবিব, চন্দ্রালোকে অগ্নিকাণ্ড, সেই বসন্ত এখন ভীষণ দামী, পরাবাস্তব রূপকথা, ইট পাথরের শহরে পৃথিবীর কান্না, ছুঁয়ে দিতে চাই দিগন্ত, ভালোবাসা নেমে আসে বৃষ্টি হয়ে... এমন আরো অনেক শৈল্পিক নাম দিয়েছেন তাঁর ছবিগুলোর।
প্রদর্শনী দেখতে এসে ছবি কিনেও নিয়েছেন কেউ কেউ। বলছেন, মনের ক্ষুধা মেটানোর জন্য শিল্প চর্চাটা আবশ্যক।
শিল্পী জানান, এটি তাঁর দ্বিতীয় একক প্রদর্শনী। তাঁর ছবিতে প্রকৃতিই বেশি উঠে এসেছে। মানুষের জীবন থেকে প্রকৃতির যা কিছু হারিয়ে যাচ্ছে, সেগুলোই তিনি ছবির মাধ্যমে ধরে রাখার চেষ্টা করছেন।
প্রদর্শনীটি শেষ হবে ১১ জুলাই। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
LGR/Bodiar