অনলাইন ডেস্ক: আজ কথাসাহিত্যিক মনোজ বসুর জন্মদিন। তিনি ১৯০১ সালের ২৫শে জুলাই বাংলাদেশের যশোর জেলার কেশবপুর থানার ডোঙ্গাঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। মনোজ বসু ছিলেন একজন প্রথম শ্রেণীর ছোটগল্পকার।
নিজ গ্রামের স্কুলেই পড়াশোনা শুরু করেন। ১৯২২ সালে তিনি আইএ পাস করেন। ১৯২৪ সালে কলকাতার সাউথ সুবারবন কলেজ, বর্তমানের আশুতোষ কলেজ থেকে বিএ পাস করেন। পরবর্তীতে আইন পড়া শুরু করলেও আর্থিক কারণে তা শেষ করতে পারেননি।
কলকাতার ভবানীপুরে সাউথ সুবারবন স্কুলে শিক্ষকতা পেশায় কর্মজীবন শুরু করেন এবং দীর্ঘদিন এখানে শিক্ষকতার পাশাপাশি পাঠ্যপুস্তক রচনায় মনোনিবেশ করেন। প্রকাশনার জন্য পরবর্তীতে নিজের প্রকাশনা সংস্থা ‘বেঙ্গল পাবলিশার্স’ প্রতিষ্ঠা করেন। শেষে সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে শিক্ষকতা পেশা পরিত্যাগ করেন।
সাহিত্যের প্রতি তার অনুরাগ বাল্যকাল থেকেই ছিল। সাত বছর বয়স থেকে কবিতা লিখতে শুরু করেছিলেন। ছাত্রাবস্থায় সহপাঠীদের নিয়ে হাতে লিখে দেওয়াল পত্রিকা বের করতেন। পত্রিকায় প্রকাশিত তার লেখা প্রথম গল্প ছিল গৃহহারা।
তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো- ভুলি নাই, সৈনিক, আগস্ট, বাঁশের কেল্লা। গল্পগ্রন্থ- বনমর্মর, নরবাঁধ, দেবী কিশোরী, পৃথিবী কাদের, কাঁচের আকাশ, খদ্যোত, দিল্লি অনেক দূর। উপন্যাস ও অন্যান্য গ্রন্থ- আমি সম্রাট, সেই গ্রাম সেইসব মানুষ, নবীন যাত্রা, ওগো বধূ সুন্দরী, এক বিহঙ্গী, কিংশুক ইত্যাদি।
তিনি সাহিত্যকীর্তির জন্য পুরস্কার লাভ করেছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহ পুরস্কারে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র পদক ও পুরস্কারে সম্মানিত হয়েছেন। ১৯৮৭ সালের ২৬ ডিসেম্বর ৮৬ বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন।
sanjida/Bodiar