ফাহিম মোনায়েম: বাড়তি চাপ নিতে পারছে না তিতাসের গ্যাসের সরবরাহ পাইপলাইন। তাই ঝুঁকিপূর্ণ পাইপলাইন বদলাতে চায় তিতাস কর্তৃপক্ষ। তিতাসের ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রায় ৪০ বছরের পুরানো এবং জরাজীর্ণ পাইপলাইন সরিয়ে আধুনিক প্রযুক্তির পাইপলাইন বসানো হবে। এজন্য প্রকল্প প্রস্তাবনা তৈরি হয়েছে।
ঢাকা মহানগরীর মাটির তলায় জালের মতো ছড়িয়ে আছে সাত হাজার কিলোমিটার দীর্ঘ গ্যাস সরবরাহের পাইপলাইন। এসব পাইপলাইনের বেশিররভাগ ষাটের দশকে বসানো এবং মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ।
এসব পাইপলাইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ‘তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি’। ঢাকা ও নারায়ণগঞ্জের জরাজীর্ণ সব পাইপলাইন সরিয়ে বসানো হবে আধুনিক প্রযুক্তির পাইপ। যাতে খরচ হবে ১০৫ কোটি টাকা। সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। প্রকল্পটি এখন চূড়ান্ত পর্যায়ে আছ বলে জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল¬াহ।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলে অবৈধ সংযোগ বন্ধ ও অপচয় কমবে। তবে এ খাতে অনিয়ম-দুর্নীতি বন্ধের তাগিদ দেন জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন।
নতুন পাইপলাইনের কাজ শুরু হওয়ার পর থেকে শেষ হতে সময় লাগবে অন্তত পাঁচ বছর। পুরো পাইপলাইন বদলাতে প্রায় ১২ হাজার কোটি টাকা লাগবে।
FM/shimul