নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. রহমত উল্লাহকে, সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট।
এ রায়ের ফলে তিনি সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ মঙ্গলবার (২৯শে আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
গত বছরের ২০শে এপ্রিলে সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি হয় গত বছরের ৮ই জুন। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ এ রায় দিয়েছেন আদালত। শিক্ষকের রিটের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মো. আহসানুল করিম ও সৈয়দা নাসরিন।
উলেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে গত বছরের ১৭ই এপ্রিল আয়োজিত মুজিবনগর দিবসের অনুষ্ঠানে খন্দকার মোশতাক আহমদের প্রতি মো. রহমত উল্লাহ শ্রদ্ধা জানিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
Sajjadur/joy