কুমিল্লা সংবাদদাতা: জনবল সংকটের মধ্য দিয়ে চলছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কার্যক্রম। যে জনবল নিয়ে বোর্ডের কার্যক্রম শুরু হয়েছিলো, এখন তা অর্ধেকে নেমে এসেছে। নতুন নিয়োগ না হওয়ায় কাজের পরিধি বাড়লেও, বাড়েনি সেবার মান। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।
১৯৬২ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ছয় জেলার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ৪২৭ টি কলেজ ও ১ হাজার ৯৬৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্ব পালন করছে এই বোর্ড। বোর্ডের কর্মকর্তা, কর্মচারীর ২১৯টি অনুমোদিত পদের মধ্যে বর্তমানে ১৫৪টি পদই শুণ্য রয়েছে। মাত্র ৬৫ জন দিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছে বোর্ডের কর্মকর্তা কর্মাচারীরা।
শুণ্য পদের মধ্যে বেশী রয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদগুলো। তৃতীয় শ্রেণীর ১১৫ টি পদের মধ্যে ১০২টি ও চতুর্থ শ্রেণির ৬৫ টির মধ্যে ৩৯টি পদই শুন্য। যার ফলে স্থবিরতা দেখা দিয়েছে কাজে।
বোর্ড চেয়ারম্যান জামাল নাছের জানালেন, অনুমোদন না পাওয়ায় ১৯৮৪ সালের পর শুন্য পদগুলোতে আর কোন নিয়োগ হয়নি।
দ্রুত এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেবে এমনটাই প্রত্যাশা বোর্ড কর্তৃপক্ষের।
Laiza/sat