সাভার সংবাদদাতা: ধামরাইয়ে একটি ওষুধ তৈরি কারখানার নতুন ভবনের পাইলিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার (৫ই সেপ্টেম্বর) সন্ধ্যায় ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাইবান্ধা সদর থানার ইজাতপুর নারিকেলতলা গ্রামের জহিরুল ইসলামের ছেলে মোমিন (৪৫) ও গাইবান্ধা সদর থানার সালাম (৫০)। আহতরা হলেন একই এলাকার মোস্তফা ও শরীফুল। তারা ধামরাই এর ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় একমি ওষুধ কারখানার বিপরীতে ভাড়া বসবাস করতেন ।
পুলিশ জানায়, একমি ল্যাবরেটরিজ নামের ওষুধ কারখানার ভবনের পাইলিংয়ের জন্য চার জন কাজ করছিল। কিন্তু মাটির নিচে কারখানার বিদ্যুতের লাইন থাকায় সেই তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় সবাই। পরে তাদের উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
SAI/shimul