সিলেট সংবাদদাতা: সিলেট নগরের মিরাবাজার এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের পর আগুন লেগে ৯ জন দগ্ধ হয়েছেন। তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল মঙ্গলবার (৫ই সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরাবাজারের দাদা পীরের মাজার সংলগ্ন বিরতি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায় মঙ্গলবার সন্ধ্যায় বিরতি ফিলিং স্টেশনের জেনারেটর রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় আগুন ধরে যায় এবং আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে ৯ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৭জন ফিলিং স্টেশনের কর্মচারি এবং ২ জন পথচারী বলে জানা গেছে।
Kaniz/sat