নিজস্ব প্রতিবেদক: দেশের বেশ কয়েকটি জেলায় কয়েক দিন ধরেই বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। তবে গতকাল মঙ্গলবার তাপপ্রবাহের বিস্তৃতি ও তীব্রতা বেড়েছে অনেকটাই। এ সময় ৩১ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। তবে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় ও মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আজ বুধবার বৃষ্টি বাড়তে পারে এবং তা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
ফলে তাপপ্রবাহ কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব জেলা এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা, ফেনী ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। আজ এই তাপপ্রবাহ কোনো কোনো জায়গায় কমতে পারে।
এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন অন্ধ্র-ওড়িশা উপকূলের নিকটবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। সেই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এর প্রভাবে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
AR/sat