সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা সরকারি কলেজের ছয় তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (৬ই সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সরকারি কলেজের ৬ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। পরে কলেজ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন তিনি।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ আল হাদির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আলিম আল রাজী, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানসহ অনেকে।
এর আগে সাতক্ষীরা জজকোর্ট চত্বরে নির্মাণাধীন ন্যায়কুঞ্জ ভবনের উদ্বোধন করেন তিনি।
Kaniz/Bodiar