চট্টগ্রামের পটিয়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ০৬-০৯-২০২৩ ২২:২৪

আপডেট: ০৬-০৯-২০২৩ ২২:২৪

চট্টগ্রাম প্রতিবেদক : ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ বঙ্গবন্ধুর এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন, জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।

আজ (বুধবার) বিকেলে চট্টগ্রামের পটিয়ায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব বলেন তিনি। সভায় আরো বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুনসহ আরো অনেকে। 

সামশুল হক চৌধুরী বলেন, সকলের ধর্ম সকলে পালন করবে। রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে পরিচালনা করবে। ধর্ম থেকে শৃঙ্খলা এসেছে। এদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, উন্নয়ন হচ্ছে এর স্টিয়ারিং কেউ শেখ হাসিনার কাছ থেকে নিতে পারবে না। পৃথিবীর কোনো মোড়ল বঙ্গবন্ধুর কন্যাকে হার মানাতে পারবে না। কারণ বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর রক্ত থেকে সৃষ্টি।

পরে পটিয়া উপজেলা ও পৌরসভায় থানার মোড় থেকে পৃথক পৃথক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। 

 

Priyonty/Bodiar