বিমানবন্দরে স্বর্ণ চুরি: ৮ জনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

প্রকাশিত: ০৭-০৯-২০২৩ ২০:৩৬

আপডেট: ০৭-০৯-২০২৩ ২০:৩৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কোটি ৬০ লাখ টাকা মূল্যের সোনা ও রুপা জব্দ কর হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই এগুলো জব্দ করেছে। এদিকে,ঢাকা কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় কাস্টমসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জড়িত আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।  

আজ (বৃহস্পতিবার) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান সংস্থাটির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, যত বড় নেতা কিংবা কর্মকর্তাই হোক অপরাধীকে ছাড় দেয়া হবে না। সিসি ক্যামেরা নষ্ট ছিল কিংবা গুদাম থেকে সিসি ক্যামেরা গায়েব হয়ে গেছে এ বিষয়টিও তদন্তে আনা হবে বলেও জানান ডিবি প্রধান। 

তিনি বলেন,কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে চারজন সহকারী রাজস্ব কর্মকর্তা ও চারজন সিপাহি বলেও জানান এই কর্মকর্তা।  

Forhad/sat