'বৈশ্বিক কূটনীতিতে শক্ত অবস্থানে বাংলাদেশ'

প্রকাশিত: ১৪-০৯-২০২৩ ১৪:২৩

আপডেট: ১৪-০৯-২০২৩ ১৫:৫২

মুক্তা মাহমুদ: ভারতে সদ্য সমাপ্ত জি টোয়েন্টি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান ও বিশ্বনেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং ফরাসি প্রেসিডেন্ট ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বৈশ্বিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান পোক্ত করেছে বলেই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক গুরুত্ব ও বৈশ্বিক প্রেক্ষাপটে এই কূটনৈতিক তৎপরতা দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

জি টোয়েন্টি সম্মেলন উপলক্ষে গেল সপ্তাহে ভারতের নয়াদিল্লীতে বিশ্বনেতাদের যে সম্মিলন ঘটেছিল সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতসহ বিভিন্ন  দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয়  বৈঠক করেন। 

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক না হলেও সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশল বিনিময় ও কথোপকথন দৃষ্টি কাড়ে সকলের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাইডেনের সেলফি কেবল দেশে নয়, আন্তর্জাতিক মিডিয়ারও খবর হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে হাটু গেড়ে বসে যেভাবে কথা বলেছেন তাও বেশ আলোচিত। 

বিশ্বের ধনী ও শক্তিধর দেশগুলোর সংগে একই সারিতে বাংলাদেশের এই অবস্থান বৈশ্বিক কূটনীতিতে বড় সাফল্য হিসেবে দেখছেন দুই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হুমায়ুন কবিরও দেলোয়ার হোসেন । 

এরপরেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো’র ঢাকা সফর বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখেন তারা। 

সাম্প্রতিক এসব তৎপরতা কূটনৈতিকভাবে বিশ্বমঞ্চে বাংলাদেশের জোরালো অবস্থান তুলে ধরেছে বলেও মনে করেন তারা।  

 

Mukta/sat