বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার গুণী পরিচালক সোহানুর রহমান সোহান। সত্তরের শেষের দিকে ১৯৭৭ সালে পরিচালক শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন। নাম লেখান পরিচালনায় এবং নির্মাণ করেন অসংখ্য সিনেমা। তার হাত ধরে বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন নব্বই দশকের স্টাইলিস্ট নায়ক সালমান শাহ, শাকিল খান এবং চিত্রনায়িকা মৌসুমী।
১৯৮৮ সালে মুক্তি পায় সোহান পরিচালিত প্রথম সিনেমা বিশ্বাস অবিশ্বাস। এতে অভিনয় করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী চম্পা। ১৯৯৩ সালে মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত সিনেমা। এ সিনেমার মাধ্যমেই খ্যাতির চূড়ান্ত পর্যায় চলে যান জনপ্রিয় এই পরিচালক।
গুণী এই নির্মাতার হাত ধরে অনন্ত ভালোবাসা সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়ক শাকিব খান। এছাড়াও পপি, ইরিন জামান, খলনায়ক ডন, নাসরিন ও কমেডিয়ান দিলদারসহ অনেক জনপ্রিয় শিল্পী তার হাত ধরে সাফল্য পেয়েছেন।
সোহান পরিচালিত আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে 'আমার দেশ আমার প্রেম', 'স্বজন', 'আমার ঘর আমার বেহেশত', 'অনন্ত ভালোবাসা', 'স্বামী ছিনতাই', 'আমার জান আমার প্রাণ', 'পরাণ যায় জ্বলিয়া রে', 'কোটি টাকার প্রেম', 'সে আমার মন কেড়েছে', 'দ্য স্পিড' ও 'লোভে পাপ পাপে মৃত্যু।
উল্লেখ্য, দুবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব, সহসভাপতি ও একবার সভাপতির দায়িত্ব পালন করেছেন সোহানুর রহমান সোহান। গত ১৩ই সেপ্টেম্বর রাতে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তী। তার মৃত্যুতে চলচ্চিত্র জগতে নেমে আসে শোকের ছায়া।
sanjida/prabir