তানজিলা নিঝুম: ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনাবেচা সহজ করতে এবছর বিকল্প লেনদেন ব্যবস্থা বা অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড-এডিবি চালু করলেও তেমন সাড়া মিলছে না। এই পদ্ধতিতে সহজেই তালিকাভুক্ত হওয়া ও বের হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এডিবিতে তালিকাভুক্ত হওয়ার পর তিনমাসের আগে শেয়ার বিক্রি করলে লভ্যাংশ ডিএসইকে দিতে হবে। এ কারণে খুব একটা সাড়া মেলেনি। বাজার বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারের অন্তর্ভুক্ত কোন বোর্ডের এমন নিয়ম হতে পারে না। নিয়ম শিথিল করা নতুবা এডিবি বন্ধ করে দেয়া উচিত বলে মনে করেন তারা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে লেনদেন চারশ’ থেকে ছয়শ’ কোটি টাকার মধ্যে আটকে ছিল। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসই’র প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট কমে ৬ হাজার ৩০২ পয়েন্টে অবস্থান করছে। আর আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৩৫ কোটি টাকা বেড়ে লেনদেন হয়েছে ৬৯৭ কোটি ৮ লাখ টাকা।
গতি হারিয়ে ফেলা পুঁজিবাজারকে চাঙ্গা করতে চলতি বছরের জানুয়ারি মাসে ডিএসই বিকল্প লেনদেন ব্যবস্থা বা অলটারনেটিভ ট্রেডিং বোর্ড-এডিবি চালু করে। যেখানে সহজেই লেনদেন করা সম্ভব। গত জানুয়ারিতে তা চালু করা হয়। কিন্তু ৯ মাসে মাত্র একটি কোম্পানি তালিকাভূক্ত হয়ে লেনদেন করছে।
বাজার বিশ্লেষকদের মতে, এডিবিতে যে নিয়ম বেঁধে দেয়া হয়েছে, এতে তালিকাভূক্ত হতে কোন প্রতিষ্ঠানই আগ্রহ দেখাবে না। অযৌক্তিক নিয়মে বাঁধা এডিবি।
এডিবি’তে কোম্পানি তালিকাভূক্ত করতে নিয়ম শিথিলের তাগিদ দিলেন এই বিশ্লেষক। শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের সাথে বসে সিদ্ধান্ত নেয়ার পরামর্শও দিলেন আহমেদ রশীদ লালী।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৭টির এবং ১৬৪টি দাম অপরিবর্তিত রয়েছে।
গত সপ্তাহের পুঁজিবাজারের চিত্র
কার্যদিবস লেনদেন (টাকা) সূচক (পয়েন্ট)
রবিবার ৫৩৫ কোটি ৯৮ লাখ ৬২৮৫ লাল
সোমবার ৪৪৬ কোটি ২ লাখ ৬২৮৩ লাল
মঙ্গলবার ৫২২ কোটি ৭৬ লাখ ৬৩০০ সবুজ
বুধবার ৬৬২ কোটি ৫৪ লাখ ৬৩০৪ সবুজ
বৃহস্পতিবার ৬৯৭ কোটি ৮ লাখ ৬৩০২ লাল
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ
Nijhum/shimul