অনলাইন ডেস্ক: এ জীবনে যারে চেয়েছি/আজ আমি তারে পেয়েছি/তুমি আমার সেই তুমি আমার/তোমারে খুঁজে পেয়েছি। সুনীলের ‘বরুণা’ কিংবা জীবনানন্দের ‘শোভনা দাশ’। কোথায় নেই প্রিয় মানুষের জন্য যত্ন করে পুষে রাখা ভালোবাসার প্রকাশ। কালজয়ী গান, কবিতা আর ছন্দে উঠে এসেছে প্রেমের নিবেদন।
জীবনে একবারও প্রেম আসেনি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সে প্রেম কেবল একবার নয়। বিভিন্ন রুপে, বিভিন্ন সময়ে ধরা দিতে পারে প্রেম। সেই প্রেম থেকে যুগে যুগে রচিত্র হয়ে ইতিহাস, সাহিত্য আর সভ্যতার বিকাশ। আর তাইতো প্রথম প্রেমের স্মৃতিগুলো মনে করিয়ে দিতে রয়েছে একটি দিবস। ‘প্রথম প্রেম দিবস’। প্রতিবছরই বিশ্বজুড়ে ১৮ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়। এদিন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি ছুটি পালন করে। যদিও এর উৎপত্তি কীভাবে তা কারও জানা নেই।
তবে কারও কারও জীবনে প্রেম-ভালোবাসা বড্ড দ্রুত আসে। ঝড়-বন্যা জলোচ্ছ্বাসের মতো ভাসিয়ে নেয়। প্রথম প্রেম হতে পারে তীব্র বেদনার, ভাঙন কিংবা বিষাদের গল্পের। কিন্তু সেই প্রেম মানুষকে শিখিয়ে যায় অনেক কিছু। জীবনের পরতে পরতে রেখে যায় ছাপ। একসময় ধীরে ধীরে সেসব দুঃসহ যন্ত্রণা মুছে যায়, কেবলই বেঁচে থাকে কবেকার ফেলা আসা সেই বুক চিনচিনে মুহূর্ত।
afroza/Bodiar