মোদির জন্মদিনে কী পরামর্শ দিলেন শাহরুখ?

প্রকাশিত: ১৮-০৯-২০২৩ ১১:১০

আপডেট: ১৮-০৯-২০২৩ ১১:১০

বিনোদন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। পাশপাশি মোদিকে ‘একটু আনন্দ’ করার পরামর্শ দিলেন শাহরুখ।

শাহরুখ তাঁর এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে লেখেন, ‘আপনার দীর্ঘায়ু কামনা করি। সদা সুস্থ থাকুন। আজকের দিনটা একটু কাজ থেকে সময় বের করে আনন্দ করুন। জন্মদিনের শুভেচ্ছা।’

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন আরও বলা হয়েছে, শাহরুখ ছাড়াও বলিউডের বহু তারকা মোদিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। এর মধ্যে অক্ষয় কুমার, সালমান খান, কমল হাসান, সোনু সুদ, রাজকুমার রাও, হেমা মালিনি-সহ একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

খিলাড়ি কুমার টুইট করে লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছা নরেন্দ্র মোদিজি। বছরের পর বছর, এ ভাবেই আমাদের অনুপ্রেরণা দিতে থাকুন। আপনার সুস্থ জীবন কামনা করি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুণমুগ্ধ অভিনেত্রী কঙ্গনা রনৌত জন্মদিনে প্রধানমন্ত্রীকে নতুন ভারতের বিশ্বকর্মা বলে আখ্যা দেন। 

উল্লেখ্য, গতকাল রোববার ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৭৩তম জন্মদিন।

 

afroza/Bodiar