অনলাইন ডেস্কঃ “ওভি৬৯৪৮” নামে সরিষা দানার মতো একটি ক্ষুদ্র ক্যামেরা তৈরি করে জটিল চিকিৎসা ও অস্ত্রোপচার বিষয়কে এখন আরও সহজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওমনিভিশন টেকনলজিস।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সরিষা দানার আকারের ক্যামেরার ছবি ভাইরাল হয়েছে। সেটির আকার মাত্র ০.৫৭৫*০.৫৭৫ মি.মি. মাপের।
এই ক্যামেরাকে প্রযুক্তির অগ্রগতির একটি নিদর্শন বলে উল্লেখ করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
ক্ষুদ্রাকৃতির ক্যামেরাটি এরইমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে।
দিন দিন উন্নত হচ্ছে প্রযুক্তি। একসময় যেসব ডিভাইস বহনে খুব জামেলা পোহাতে হতো। সেগুলো এখন চলে এসেছে হাতের তালুর পরিমাণ আকারে। মানুষের জীবনকে করে তুলেছে আরও সহজ।
এই ক্ষুদ্র ক্যামেরাটি মূলত মেডিকেলের ল্যাবে ব্যবহার হবে। জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে এটি কাজে লাগানো হবে।
প্রযুক্তি এবং বাজার বিশ্লেষক মারজোরি ভিলিয়ান বলেন, ‘এন্ডোসস্কোপির ক্ষেত্রে এই ক্যামেরা বড় ভূমিকা রাখবে।’
নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, ছোট্ট ক্যামেরার পেছনে ছোট্ট আলোর ব্যবস্থাও আছে। এটির মাধ্যমে কম আলোতেও মানসম্মত ও উন্নত দৃশ্য পাওয়া যাবে।
FR/Bodiar