এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাস চলাচল শুরু

প্রকাশিত: ১৮-০৯-২০২৩ ১১:৩৯

আপডেট: ১৮-০৯-২০২৩ ২০:৫৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চালু হলো বিআরটিসি'র বাস চলাচল। এই গণপরিবহনে মাত্র আধাঘণ্টায় যাওয়া যাবে ফার্মগেট থেকে বিমানবন্দর পর্যন্ত। এ মাসের শুরুতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন হলেও এতদিন যাত্রীবাহী বাস চলেনি। তবে নগরবাসীর যাতায়াত সুগম করতে বাস সেবা চালু করলো বিআরটিসি। 

আজ সোমবার এই বাস চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন সচিব। আগে বিআরটিসির বাসে এই দূরত্বে যেতে যে ভাড়া দিতে হতো, উড়ালসড়ক দিয়ে যাওয়ার ভাড়া একই। 

রাজধানীতে যাতায়াত সুগম করতে ও যানজট কমাতে গত ২রা সেপ্টেম্বর চালু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে এতদিন এই পথে গণপরিবহন চলেনি। যাত্রীসাধারণের সুবিধার্থে সেই উদ্যোগ নিয়েছে বিআরটিসি। 

কর্তৃপক্ষ জানিয়েছে, গণপরিবহন ব্যবহারকারীরাও যাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুবিধা নিতে পারে সেজন্য এ সেবা চালু করা হলো। প্রাথমিকভাবে ৮টি বাস চলবে এই রুটে।  

সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে অল্প সময়ে দীর্ঘ পথ পাড়ি দিতে পেরে  খুশি তারা। যাত্রীরা। 

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসপ্রতি ১৬০ টাকা টোল দিতে হচ্ছে বিআরটিসিকে। তবে একারণে যাত্রীভাড়া আপাতত বাসভাড়া বাড়ছে না। কিলোমিটার প্রতি ২ টাকা ৪৫ পয়সা হিসাবেই যাত্রীরা বাস ভাড়া দেবেন।

বিআরটিসি কর্তৃপক্ষ জানালেন, পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানো হবে। শাটল সার্ভিস হিসাবেই বাসগুলো সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। 

 

Nijhum/Bodiar