ক্রীড়া ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ক্রিকেট সিরিজের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজের তিনটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী ২১শে সেপ্টেম্বর শুরু হবে দুই দলের মাঠের লড়াই। মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়।
একই সময়ে ও একই মাঠে সিরিজের পরের ওয়ানডে ২৩শে সেপ্টেম্বর এবং ২৬শে সেপ্টেম্বরও হবে শেষ ম্যাচ।
এদিকে, এই সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। প্রতিটি খেলা দেখতে সর্বনিম্ন গুণতে হবে ২০০ টাকা এবং সর্বোচ্চ ১৫০০ টাকা। সরাসরি টিকিট পাওয়া যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। এছাড়া বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনেও টিকিট কেনা যাবে।
ওয়ানডে বিশ্বকাপের পর আগামী নভেম্বরে ২টি টেস্ট খেলতে আবারও বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন সিরিজটি খেলতে আগামী ২১শে নভেম্বর ঢাকায় পা রাখবে সফরকারীরা।
rocky/shimul