আন্তর্জাতিক ডেস্ক: জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ করেছেন পরিবেশ কর্মীরা। এতে অংশ নিয়েছিলেন ৭৫ হাজার কর্মী। রোববারের বিক্ষোভটি তার সূচনা ছিল। সারা বিশ্বের প্রায় ৭০০ সংগঠনের কর্মীরাও বিক্ষোভে উপস্থিত হয়েছিলেন।
তাদের অভিযোগ, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে যে গ্রিনহাউস গ্যাস নির্গত হচ্ছে তারই প্রভাবে স¤প্রতি বছরগুলোতে হারিকেন, তাপদাহ, বন্যা, দাবানলসহ নানা প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে।
মার্কিন বিক্ষোভকারী এমা বারেত্তা মার্কিন নেতৃবৃন্দদের উদ্দেশে বলেন, ‘আমাদের সঙ্গে জনগণের শক্তি আছে, যে শক্তিটা আপনাদের আগামী নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রয়োজন। আপনারা যদি ২০২৪ সালের নির্বাচনে জিততে চান, আপনারা যদি আমাদের প্রজন্মের রক্ত আপনাদের হাতে দেখতে না চান, তাহলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করুন।’
সবুজ অবকাঠামো নির্মাণ ও ক্লিন এনার্জি খাতে প্রচুর অর্থ বরাদ্দ দিলেও জীবাশ্ম জ্বালানির উপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা কমাতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যথেষ্ট পদক্ষেপ নেননি বলে মনে করেন অনেক সমালোচক।
জাতিসংঘের সম্মেলন ঘিরে ‘ক্লাইমেট গ্রুপ' সারা বিশ্বে সপ্তাহব্যাপী পাঁচশ’র বেশি বিক্ষোভের পরিকল্পনা করেছেযুক্তরাষ্ট্র, জার্মানি, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও ভারতসহ ৫৪ দেশে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
SAI/shimul