নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে সবজি বিক্রেতা নিহত

প্রকাশিত: ১৯-০৯-২০২৩ ১৯:৫৫

আপডেট: ১৯-০৯-২০২৩ ১৯:৫৫

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারির ছুরিকাঘাতে আক্কাস সিকদার  নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছে। 

আজ মঙ্গলবার (১৯শে সেপ্টেম্বর) ভোরে উপজেলার মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত আক্কাস সিকদারের (৪৫) বাড়ি বরগুনা জেলার আমতলী থানার হাট চুনাখালি ঠিকদান এলাকায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বাতানপাড়া তালতলা ক্লাব এলাকায় ভাড়া থাকতেন এবং ভ্যানে করে মহল্লায় মহল্লায় সজবি বিক্রি করতেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক হুমায়ুন কবির জানান, প্রতিদিনের মতো যাত্রাবাড়ি থেকে নিজের ব্যবসার সবজি কিনতে আক্কাস আলী টাকা নিয়ে ভোরে বাসা থেকে  বের হন। এ সময় পাইনাদি এলাকায় রাস্তায় একদল ছিনতাইকারি তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি বাঁধা দেন। এক পর্যায়ে ছিনতাইকারিরা আক্কাস সিকদারের বুকে ছুরিকাঘাত করে তার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এলাকাবাসি তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ' শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকে মৃত ঘোষণা করেন।

 

Kaniz/Bodiar