কুমিল্লায় হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১৯-০৯-২০২৩ ২০:০৭

আপডেট: ১৯-০৯-২০২৩ ২০:০৭

কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে একটি হত্যা মামলার পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

গ্রেফতাররা গত ১ সেপ্টেম্বর কুমিল্লার বরুড়া উপজেলার জালগাও এলাকায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে। পরে তার পায়ে ছুরি দিয়ে  ছিদ্র করে দেয়। 

আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেলে নেওয়ার পর তিনি মারা যান। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বরুড়া থানায় একটি হত্যা মামলা করেন।

পরে র‌্যাব অভিযান চালিয়ে টোল প্লাজা এলাকা থেকে তাদেরকে আটক করে। 

 

Laiza/Bodiar