দিনাজপুর সংবাদদাতা: বিএনপি আগুন সন্ত্রাসের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দমন করবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আজ মঙ্গলবার (১৯শে সেপ্টেম্বর) সকালে দিনাজপুরে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বিএনপি কয়েক বছর ধরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, কিন্তু সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই। তারা এখন রাজনৈতিকভাবে সহিংসতামূলক পরিবেশ সৃষ্টি করে দেশকে অচল করার চেষ্টা করছে।
কৃষিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করবে। বিএনপির হুমকি ধামকি কোনভাবেই কাজে লাগবে না।
ডিম আমদানি ও আলুর দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, নানা দিক বিবেচনা করে ডিম আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিমের দাম নিয়ন্ত্রণে আনার জন্য আমদানি করা হচ্ছে। গতবছর দাম কম থাকায় এবার কৃষক আলুর আবাদ কম করেছে, যে কারণে প্রায় ৪ লাখ মেট্রিক টন কম উৎপাদন হয়েছে। কৃষকদের চাষে উদ্বুদ্ধ করার জন্য আগামী বছর আলু রপ্তানি বাড়ানো হবে।
এসময় উপস্থিত ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক গোলাম ফারুক প্রমুখ।
Prottay/Bodiar