বিনোদন ডেস্ক: রূপালি পর্দায় ফিরেছেন হলিউডের আলোচিত অভিনেত্রী অ্যাম্বার হার্ড। মুক্তি পেয়েছে অভিনেত্রীর কনর অ্যালিন পরিচালিত চলচ্চিত্র ‘ইন দ্য ফায়ার’-এর ট্রেলার।
ছবিটিতে গ্রেস বার্নহ্যাম চরিত্রে অভিনয় করেছেন হার্ড যিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। ছবিটির গল্পে দেখা যায় কোনো এক গ্রামের শক্তি সম্পন্ন যুবককে গ্রামবাসীরা শয়তান হিসেবে মানতো। বার্নহাম (হার্ড) সেই যুবকের থেরাপি শুরু করে। রহস্যময় যুবকের চরিত্রে অভিনয় করেছেন ম্যাকগভর্ন জাইনি।
‘ইন দ্য ফায়ার’-এ আরো অভিনয় করেছেন এডোয়ার্ডো নরিগা, সোফি অ্যাম্বার, লুকা কালভানি সহ প্রমুখ। ‘ইন দ্য ফায়ার’-এর পাশাপাশি হার্ডকে ডিসেম্বরে দেখা যাবে ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’-সিনেমায় ।
উল্লেখ্য, প্রাক্তন স্বামী জনি ডেপের সাথে বহুল আলোচিত মানহানির মামলায় হারার পর ‘ইন দ্য ফায়ার’ দিয়ে হলিউডে ফিরছেন অ্যাম্বার হার্ড।
Sajjadur/sat