বন্ধ ২৬টি পাটকলের মধ্যে ১০টি চালু হচ্ছে

প্রকাশিত: ২১-০৯-২০২৩ ২১:১০

আপডেট: ২১-০৯-২০২৩ ২১:১০

নিজস্ব প্রতিবেদক: বন্ধ ঘোষিত ২৬টি পাটকলের মধ্যে ১০টি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ, বাংলাদেশ পাট চাষি এবং পাট ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। 

প্রতিমন্ত্রী জানান, পাট ও পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বাড়াতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। এ লক্ষ্যে বন্ধ পাটকলগুলো খোলার উদ্যোগ নেয়া হচ্ছে। এসময় পাটকল সংশ্লিষ্ট নেতারা বলেন, বন্ধ পাটকল চালু হলে পাট শিল্পে গতি বাড়বে। 

পাট পণ্যের নতুন নতুন উদ্ভাবনের মধ্য দিয়ে পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান হবে বলেও জানান নেতারা।

 

Zubayer/joy