বেনাপোল সংবাদদাতা: দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির প্রথম চালান হিসেবে ভারতে পাঠানো হয়েছে ৪৫ দশমিক ৮ মেট্রিক টন ইলিশ।
আজ দুপুর দুইটার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১২টি ট্রাক এসব ইলিশ নিয়ে ভারতে প্রবেশ করে। রপ্তানিকৃত প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১০ ডলার।
এই ইলিশ ভারতে রপ্তানির জন্য বাংলাদেশি ৭৯টি প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে। তারা শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি করতে পারবে এই ইলিশ।
এবছর সব মিলিয়ে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। আগামী ৩০শে অক্টোবরের মধ্যে রপ্তানির কাজ শেষ করার নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
Prottay/joy