নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টনে একটি বেসরকারি ব্যাংকে ঢুকে এক ব্যক্তির কাছ থেকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশের দুই সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ২০ লাখ টাকা। আজ (বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর) দুপুরে খোদ রাজধানীতে এই ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, মামুন নামে এক ব্যবসায়ীর কর্মচারী আজ দুপুরে ওই ব্যাংকে ২০ লাখ টাকা জমা দিতে যান। ব্যাংকে গিয়ে তিনি টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ান। এসময় পুলিশের ইউনিফর্ম পরা দুইজন ব্যক্তি তাকে টেনে বাইরে নিয়ে যান। পরে তার কাছ থেকে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পল্টন থানা পুলিশ ও ডিবি। ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাংকের সামনের ফুটপাতের হকার হৃদয় ও তার সহযোগী মঞ্জুকে আটক করে। তাদের দেয়া তথ্য মতে আটক করা হয় আরও ৩জনকে।
মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছিনতাইয়ে অংশ নেয় আসামিরা। ঘটনার তদন্ত চলছে। আরও কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Prottay/joy