রংপুর সংবাদদাতা: রংপুরে গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ (২১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কদমতলা এলাকায় রংপুর গংগাচড়া সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত কৃষ্ণা রাণী সরকার নোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তার মেয়ে রাধেশ্রী সরকার স্কুল শিক্ষার্থী।
পুলিশ জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে রাস্তার পাশে থাকা একটি গাছের শুকনো ডাল ভেঙ্গে গংগাচড়া থেকে নগরীর দিকে আসা একটি মোটরসাইকেলের উপর পড়ে। এসময় মোটরসাইকেলে থাকা কৃষ্ণা রাণী সরকার (৪২) ও তার মেয়ে রাধেশ্রী সরকার (১০) গুরুতর আহত হয়। তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হলেও প্রাণে বেঁচে যান মোটরসাইকেল চালক স্বামী ও সামনে থাকা আরেক সন্তান।
Prottay/joy