নিজস্ব প্রতিবেদক: গতরাতের ভারী বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন এলাকা এখনও ডুবে আছে পানির নিচে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে টানা কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তা ডুবে যায়। জলমগ্ন এসব সড়কে আটকা পড়ে সীমাহীন দুর্ভোগ পোহান নগরবাসী। সেই ভোগান্তি এখনও পুরোপুরি দূর হয়নি। রাত পেরিয়ে মধ্য দুপুরেও রাজধানীর অনেক জায়গায় কমেনি পানি। নিউমার্কেট, বংশাল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বেশকিছু স্থানে হাঁটু সমান পানি জমে আছে। ক্ষুব্ধ নগরবাসী বলছেন, ড্রেনেজ ব্যবস্থাপনায় অবহেলার কারণেই এমন দুর্ভোগ।
রাজধানীর নিউমার্কেটের শুক্রবারের চিত্র এটি। জমে থাকা বৃষ্টির পানিতে টইটুম্বুর পুরো এলাকা। চলাচল করতে গিয়ে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে বন্ধ দোকানপাট, নেই কেনাকাটার ভিড়।
গতরাতে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে এভাবেই জলাবদ্ধতা তৈরি হয়। হাঁট সমান পানি জমেছে বংশাল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কয়েকটি সড়ক ও আবাসিক হলের মাঠেও।
জলাবদ্ধতার কারণে চলাচল করতে গিয়ে বিপাকে পড়েছেন নগরবাসী। মাঝে মাঝে বিকল হয়ে যাচ্ছে গাড়ি। দুর্ভোগ পৌঁছে যাচ্ছে চরমে।
এমন জলাবদ্ধতায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তারা বলছেন, প্রতিবছরই ড্রেনেজ ব্যবস্থায় ব্যয় হয় কোটি কোটি টাকা কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সামান্য বৃষ্টিতেই বেহাল দশা হয়।
ঢাকার জলবদ্ধতা নিরশনে তেমন কোন সুফল মেলেনি দাবি করে নরগবাসী জানতে চাইছেন, এমন দুর্ভোগ আর কতদিন সইতে হবে।
ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের পাশাপাশি জলবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানালেন নগরবাসী।
Rakib/Bodiar