নিজস্ব প্রতিবেদক: আগুনে পুড়ে যাওয়া রাজধানীর কৃষি মার্কেটে নতুন করে দোকান নির্মাণ শুরু হচ্ছে। টিনসেড দোকান নির্মাণের জন্য ১ হাজার বান্ডেল টিন ও নগদ ১ কোটি টাকা দেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আজ শনিবার ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এনামুর রহমান একথা বলেন। এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত দোকান তৈরি করে তাদের ব্যবসা করার সুযোগ করে দেয়ার দাবি জানিয়েছেন।
গত ১৪ই সেপ্টেম্বর আগুনে পুড়ে যায় রাজধানীর মোহাম্মাদপুরের কৃষি মার্কেট। এখানে প্রায় ৪ শো দোকানের ১ হাজার ৩শ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়।
এরপর নিজ দায়িত্বে মার্কেটের ধ্বংসস্তুপ পরিস্কারের কাজে নামেন দোকান মালিক ও ব্যবসায়ীরা। তাদের সহায়তা করে উত্তর সিটি করপোরেশন।
রোববার কৃষি মার্কেট পুর্নবাসনের কাজ শুরু হবে। শনিবার ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে এসে একথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তিনি জানান, টিনসেড দোকান নির্মাণে ১ কোটি টাকা ও ১ হাজার বান্ডেল টিন দেয়া হবে।
এছাড়া ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সহায়তা করা হবে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শেষ। দ্রুত সময়ের মধ্যে ব্যবসা চালু করতে চান এখানকার ব্যবসায়ীরা।
আগুনে জীবনের সমস্ত উপার্জন হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা চেষ্টা করছেন আবারও নতুন করে শুরু করতে।
Rakib/sat