জনগণের ওপর বিএনপির ভরসা নেই: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২৩-০৯-২০২৩ ২২:৪২

আপডেট: ২৩-০৯-২০২৩ ২২:৪২

চট্টগ্রাম প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জনগণের উপর বিএনপির কোন ভরসা নেই, তাই তারা এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। 

আজ শনিবার (২৩শে সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা চত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাঙ্গুনিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে একথা বলেন। 

এ সময় তিনি বলেন, বিএনপি বলেছে অক্টোবরে ফাইনাল খেলা হবে, কিন্তু ফাইনাল খেলার আগেই বিএনপি দেখতে পাবে তাদের দলের খেলোয়াড়রা অন্য দলে যোগ দিয়েছে। 

মার্কিন ভিসা নীতিকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, যে বা যারা সুষ্ঠু নির্বাচনের প্রতিপক্ষ হবে তারাই এর আওতায় আসবে। তাই সরকার কিংবা আওয়ামী লীগ এ নিয়ে কোন চাপ অনুভব করছে না। তবে এতে  বিএনপির উপর চাপ বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। 

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলমসহ আরও অনেকে।

 

Kaniz/sat